রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: শান্তিপূর্নভাবে নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচনে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
মঙ্গলবার ২নভেম্বর সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়। প্রথমবারের মত ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সকালে ৮ নম্বর ওয়ার্ডের চিকনমাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। উক্ত কেন্দ্রে মোট ১৬২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও ৭নং ওয়ার্ডের ডোমার চিকনমাটি পরিবার পরিকল্পনা ক্লিনিক, ডোমার সরকারি কলেজ, ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রের অবস্থাও একই।
ডোমার পৌরসভায় মেয়র পদের জন্য নৌকা প্রতীক নিয়ে ডোমার উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গণেশ কুমার আগরওয়ালা, নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু ও অপর স¦তন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে আফরোজা নাজনীন রুমি প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩২ কাউন্সিলর প্রার্থী ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৬৬৭ জন। তারা নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও ডোমার পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। প্রতি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।আশা করছি শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সমাপ্ত করতে পারবো।
0 Comments