বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৬৩০ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউপিতে ৬ শত ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারন সদস্য পদে ৪শত ১০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১ শত ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল হোসেন জানান, আগামী ৪ নভেম্বর মনোনয়ন যাচাইবাছাই, ১১ নভেম্বর প্রত্যাহার, ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ ও ২৮ নভেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান আজ মঙ্গলবার (০২ নভেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত ১১ টি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী ৬ শত ৩০ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ডাউয়াবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬ জন এবং সাধারন সদস্য পদে ৩৫ জন, গোলমুন্ডা ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৪৩ জন, বালাগ্রাম ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ জন এবং সাধারন সদস্য পদে ৪৭ জন, গোলনা ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৪০ জন, ধর্মপাল ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৮ জন এবং সাধারন সদস্য পদে ৩১ জন, শিমুলবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪ জন ও সাধারন সদস্য পদে ৩৩ জন, মিরগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৭ জন এবং সাধারন সদস্য পদে ৩৬ জন, কাঠালী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১ জন এবং সাধারন সদস্য পদে ৩৬ জন, খুটামারা ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১১ জন এবং সাধারন সদস্য পদে ৩৮ জন, শৌলমারী ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৫ জন এবং সাধারন সদস্য পদে ৩৩ জন এবং কৈমারী ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। এছাড়াও তিনি বলেন, চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ'লীগ থেকে ১১ জন, জাতিয়পাটি ৭ জন, ইসলামী আন্দোলন ৩ জন, জাসদ ১ জন, জাকের পাটি ১ জন ও স্বতন্ত্র ৪০ জন। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আরো ৪ জনকে কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন ডাউয়াবাড়ী ও বালাগ্রাম উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, কৈমারী ও গোলমুন্ডা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন, গোলনা ও ধর্মপাল উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, কাঠালী ও খুটামারা ইউনিয়নে সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল এবং আমি নিজেই শিমুলবাড়ী, মিরগঞ্জ ও শৌলমারী ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছি।

Post a Comment

0 Comments