বিজ্ঞাপন দিন

জলঢাকায় লেবার ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ১৯৮৭ সালে স্থাপিত লেবার ইউনিয়ন রেজি নং রাজ-৬৪৮ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড অফিস সংলগ্ন মাঠে এ সভা হয়েছে। উপজেলা লেবার ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বাংলাদেশ সরকার শ্রম বিভাগের প্রতিনিধি ও প্রধান আলোচক হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর রংপুর বিভাগের পরিচালক আব্দুল লতিফ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল রশিদ। আরও বক্তব্য রাখেন লেবার ইউনিয়নের নেতৃবৃন্দরা। সভা পরিচালনা করেন উপজেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটিতে সালাউদ্দিন কাদেরকে আহবায়ক ও রবিউল ইসলাম জুয়েলকে সদস্য সচিব ও এলিনুর রহমানকে সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী ১ মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সম্পন্ন করবে। জলঢাকা উপজেলা লেবার ইউনিয়ন কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৬ শত ৩০ জন।

Post a Comment

0 Comments