বিজ্ঞাপন দিন

ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: “ পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন- প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ণ প্রকল্প(এলডিডিপি),প্রাণীসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতাল এর আয়োজন করে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক,বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো,থানা সেকেন্ড অফিসার শাহ্ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এবারে প্রদর্শনীতে ২৪টি স্টোল দেওয়া হয়েছে। স্টোলে শাহিওয়াল জাতের গরু, ব্লাক বেঙ্গল জাতের ছাগল,মহিষ,বিভিন্ন প্রজাতির পাখি,দেশী জাতের ছাগলসহ বিভিন্ন জাতের গৃহপালিত প্রাণী স্টোলে স্থান পেয়েছে।


Post a Comment

0 Comments