বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রতন রায়,স্টাফ রিপোর্টার: “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। মঙ্গলবার(৮ ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে সরকারী, বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ব্যানার নিয়ে অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্মকর্তা আবু রাহা সোহেল, ডোমার থানা সাব-ইন্সেপেক্টর শাহ আলম, নারী নেত্রী নাজিরা আক্তার ফেরদৌসি, আছমা সিদ্দিকা বেবী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক সোনামনি কলি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments