বিজ্ঞাপন দিন

ডোমারে ডায়াবেটিক সমিতি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন



রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে ডায়েবেটিক সমিতি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন, সুধি সমাবেশ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ  করা হয়েছে।বুধবার(২৩ মার্চ) বিকেলে ডোমার বাটার মোড়স্থ উপ স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করেন। ডোমার পৌরসভা মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমূখ বক্তব্য রাখেন।এসময় জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মীনি লায়লা আরজুমান, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ডোমার ডিমলার ১১জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

                    


Post a Comment

0 Comments