আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় কোটা বিরোধী আন্দোলন সহ সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জলঢাকার ওসি নজরুল ইসলাম মজুমদার।
মঙ্গলবার দুপরে থানা সুত্রে জানায়,
তিনি গত সোমবার নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোকবুল হোসেন কর্তৃক এই বিশেষ পুরস্কারে ভূষিত হন। ওসি নজরুল ইসলাম মে/২০২৪, জুন/২০২৪ ও জুলাই/২০২৪ মাসে পর পর তিনবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এসব বিষয়ে সম্মাননাপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এ অর্জন আমার একার নয়, পুরো জলঢাকাবাসীর। এখানকার মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।সবার আন্তরিক সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলার দিক থেকে একটি সুন্দর জলঢাকা থানা উপহার দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এ পুলিশ কর্মকর্তা।
0 Comments