বিজ্ঞাপন দিন

জলঢাকায় রসিটানা খেলা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা মোতাবেক উৎসবমুখর পরিবেশে পাঠদানের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে " রসিটানা" খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মাদরাসা মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন, মর্তুজা ইসলাম ও আনছারুল হকসহ সকল শিক্ষক শিক্ষিকা। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সিদ্দিক ফারুকী। খেলায় ৯ম শ্রেনীর বালক ও বালিকা দল ৮ম শ্রেনীর বালক ও বালিকা দলকে পরাজিত করে। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার আয়োজনে খেলায় উভয় বিভাগে ৪টি দল অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments