বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ও স্বেচ্ছাসেবক দ'লের শান্তি মি'ছিল- সমা'বেশ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বৈরাচার সরকারের পতন হওয়ায় নীলফামারীর জলঢাকায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন যুব এবং স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের সমাবেশ মিলিত হন নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, পৌর বিএনপি'র সাবেক সভাপতি আহম্মেদ সাঈদ চৌধুরী ডিডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ভিপি শাহজাহান কবির লেলিন, সাধারণ সম্পাদক আলমগির হোসেন, উপজেলা যুব দলের সভাপতি হারুণ অর রশীদ জোয়ারদার, সাধারণ সম্পাদক শাহিনুর হক বাবু ও যুব দল নেতা শেখ সাদী লাবলু সহ আরো অনেকে। বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। আজ ছাত্রসমাজ, সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে সৈরাচার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশকে নতুন করে সাজাতে সকলকে সহযোগী করার আহবান জানিয়েছেন বক্তারা।

Post a Comment

0 Comments