বিজ্ঞাপন দিন

জলঢাকায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা সহ আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। শুক্রবার রাতে উপজেলার ১১ নং কৈমারী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সহ সভাপতি ও জলঢাকা উপজেলা আহবায়ক শাহজাহান কবির লেলিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। কৈমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়ন, শৌলমারী ইউনিয়নের আহবায়ক মোনাব্বেরুল ইসলাম মনা, কৈমারী ইউনিয়নের সদস্য সচিব রউফুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, সুমন ও জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাকিল প্রমুখ। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments