আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় শিশুনারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে ত্রৈ-মাসিক মতববিনিময় সভা করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার এর সভাপতিত্বে এ ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম আরো গতিশীল করে শিশুনারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধ এবং শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনার, প্রশাসনিকভাবে আইনের প্রয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনও”র সহযোগিতা কামনা করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রেজওনুল কবির, থানা ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল, ইএসডিও'র টেকনিক্যাল
কো-অর্ডিনেটর লিটন ও বকুল চন্দ্র বর্মণ সহ শিশু কল্যাণ বোর্ডের সদস্য আমিনুর রহমান মাষ্টার, সাংবাদিক আবেদ আলী ছাড়াও নেটওয়ার্ক সদস্য বায়েজিদ বোস্তমী, নাসরিন আক্তার, সংগীতা রায় ও পিংকি উপস্থিত ছিলেন প্রমুখ।
0 Comments