বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌর উপ নির্বাচনে মা ছেলেসহ ছয় জনের মনোনয়নপত্র দাখিল



রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পৌরসভার উপ নির্বাচনে মা, ছেলে, স্বামী, স্ত্রী সহ ছয় জনের মনোনয়নপত্র দাখিল । 

বৃহস্পতিবার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের হাতে একে একে মনোনয়নপত্র জমা দেন প্রভাষক ছাদের হোসেন, প্রয়াত মেয়রের স্ত্রী নাজনীন চৌধুরী ও ছেলে নাসিব সাদিক নোভা, সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও তার স্ত্রী ইফফাত আরা জান্নাত, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম সরকার। 

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ছয়জন মনোনয়নপত্র উত্তোলন করে এবং ছয়জনই জমা দিয়েছেন। 

১লা এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ৮ই এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ৯ই এপ্রিল প্রতিক বরাদ্দ ও ২৮ শে এপ্রিল ভোট গ্রহণ। ১৮ টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৩৭ হাজার একশত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪১৭ জন। 

উল্লেখ্য গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। 

Post a Comment

0 Comments