বিজ্ঞাপন দিন

নীলফামারী সদরের ৫টি ইউনিয়নের ভোট গ্রহন চলছে

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ভোট গ্রহন চলছে। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ৪৫ টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশ প্রশাসন ওই ৫ ইউনিয়নের ৪৫টি ভোটকেন্দ্রর সবকটি অধিক গুরুত্বপূর্ণ (ঝুকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করছে। এর সাথে রয়েছে আনসার-ভিডিপির সদস্যরা। এছাড়া ভ্রাম্যমাণ টহলে রয়েছে বিজিবি ও র্যাব। চার ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ স্ট্রাকিং ফোর্সের চারটি টিম রয়েছে মাঠে। জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান, দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে জেলা সদরের চওড়া বড়গাছা, গোড়গ্রাম,পলাশবাড়ি, লক্ষ্মীচাপ ও পঞ্চপুকুর ইউনিয়নে মোট ২৪ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ১৫৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই পাঁচ ইউনিয়নে ভোটার সংখ্যা ৮০ হাজার ৫৬৫ জন। এর মধ্যে নারী ৪০ হাজার ১২ এবং পুরুষ ৪০ হাজার ৫৫৩ জন।