বিজ্ঞাপন দিন

বদরগঞ্জে দুইদিনের ব্যবধানে দুই খুন

জল ডেস্ক : রংপুরের বদরগঞ্জে শনিবার সকালে সাড়ে ১০টার দিকে লাকি বেগম (২৩) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ তার শাশুড়ি সায়রা বেগম (৩৮) ও নানী শ্বাশুড়ি ফজিলা বেগমকে (৫৩) গ্রেফতার করেছে। গতকাল বিকেলে তার স্বামী, শ্বাশুড়িসহ পাঁচজনকে আসামী করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন লাকি বেগমের বাবা আনিছুল ইসলাম। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শেখের হাট মাটিয়ালপাড়া গ্রামের জয়নাল উদ্দিনকে (৬০) কিল ঘুষি মেরে হত্যা করেন তার পুত্রবধূ মাকছুদা বেগম। ওই ঘটনায় বৃহস্পতিবার পুত্রবধূসহ দুইজনকে আসামী করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন জয়নাল উদ্দিনের বড় ছেলে আবু তাহের। থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লে¬খ করা হয়েছে, ওই গ্রামের মৃত তোহসেন আলীর ছেলে সাজ্জাদুল ইসলামের (২৮) সঙ্গে দুইবছর আগে রংপুর সদর থানার জুম্মাপাড়া গ্রামের আনিছুল ইসলামের মেয়ে লাকি বেগমের বিয়ে হয়। লাকি বেগম বিয়ের পর থেকে দেখতে পান কিছু লোক শ্বাশুড়ির ঘরে যাতায়াত করেন। এর প্রতিবাদ করে আসেন তিনি। এ কারণে গতকাল তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে থানায় শাশুড়ি সায়রা বেগম দাবি করেন, লাকি বেগমকে কেউ হত্যা করেনি। সে তার অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আমি ফাঁস থেকে ঝুলান্ত লাশ নেমে মাটিতে রেখেছিলাম। বদরগঞ্জ থানার উপপরিদর্শক তৈয়ব সরকার বলেন, ওই ঘটনায় স্বামী, শ্বাশুড়িসহ পাঁচজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন গৃহবধূর বাবা আনিছুল ইসলাম। গৃহবধূর গলায় আঘাতের চিহৃ রয়েছে। এজাহার ভূক্ত শ্বাশুড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর স্বামী সাজ্জাদুল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকেসহ অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। দুই দিনের ব্যবধনে দুই হত্যা কান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান।