বিজ্ঞাপন দিন

জলঢাকায় ধর্মপাল ইউপি নির্বাচনী হাওয়া

জল ডেস্ক:নীলফামারীর অন্যতম উপজেলা জলঢাকা। আর একটি ইউনিয়ন নাম ধর্মপাল। ইতিহাস ঐতিহ্যের পাতায় গ্রামটি স্বরনীয়। এখানে রয়েছে অনেক প্রত্নতত্ব ফলে গ্রামটি পরিচিত দেশব্যাপী। অথচ উন্নয়ন বঞ্চিত এই ইউনিয়নটি এক সময়ে এর কদর ছিলো অনেক বেশী। জলঢাকার রাজনীতির শুরুর শুচনা করেন এই ইউনিয়নের মানূষ। পাল বংশের রাজারা এ ইউনিয়ন থেকে সমগ্র উপজেলায় রাজনীতির আলোকছটা ছড়ান। আসছে আগামী ২৮ মে অনষ্ঠিত হবে ইউপি নির্বাচন । পিছিয়ে নেই এখানকার চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা । উপজেলা আওমীলীগ জানিয়েছে,উপজেলার অন্যতম এ ইউনিয়নটিতে উন্নয়নের জন্য মনোয়ার হোসেন চৌধুরীকে আওমীলীগ থেকে মনোনয়ন দিয়েছি। ইউনিয়ন পর্যায়ে দলীয় নির্বাচন এবারে প্রথম। সে ক্ষেত্রে আমাদের প্রার্থীকে গ্রামের উন্নয়নের জন্য জনগণ ভোট দিবে আশা করি। অন্য দিকে তার নিকটতম প্রতিদন্দী জামেনুর রহমান তিনি সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে। ব্যক্তি জীবনে মনোয়ার হোসেন চৌধুরী ডোমার উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ছিলেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা আওমীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদকের ও ইউনিয়ন আওমীলীগের দায়িত্ব পালন করছেন। মনোয়ার হোসেন চৌধুরী বলেন নির্বাচনে আমি জয়ী হলে এলাকে মাধক,চোরা কারবারী সন্ত্রাস মুক্ত আদর্শ ইউনিয়ন তৈরী করব। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ইউনিয়নটির আর কোন প্রর্থীর খবর পাওয়া যায়নি।