বিজ্ঞাপন দিন

জলঢাকায় পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

জল ডেস্ক : নীলফামারীর জলঢাকায় পৌরসভা অফিস থেকে এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায়, ২০১২ইং সালের রংপুর পারিবারিক আদালতের এক মামলায় দীর্ঘদিন ধরে তার নামে গ্রেফতারী পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়। মামলা নং-১১/১২। গ্রেফতারকৃত কাউন্সিলর হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত মজিবর রহমানের ছেলে ও ওই ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম আলমগীর(৪৫)। গত বৃহস্পতিবার দুপুরে জলঢাকা পৌরসভার জাইকা কার্যালয়ে মাসিক মিটিং চলা কালে নামাজের বিরতির সময় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী সংবাদকর্মীদের জানান,‘আমাকে অবগত না করে পরিষদের একজন কাউন্সিলরকে মাসিক মিটিং থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া দুঃখজনক।’ এ ব্যাপরে জলঢাকা থানার ওসি আবু দিলওয়ার হাসান ইনাম বলেন,‘তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারী পরোয়ানা ছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন অফিস থেকে নয়।’ পরে তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়।