বিজ্ঞাপন দিন

জলঢাকায় ইউপি নির্বাচনে মনোনয়ন বাতিল হলো যাদের

জল ডেস্ক :নীলফামারীর জলঢাকায় আসন্ন ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার যাচাই-বাছাই এর শেষ দিনে বিএনপি ও জাতীয়পার্টি সহ ৮জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জলঢাকা উপজেলা রিটার্নিং অফিসার। এদের মধ্যে দুজন বিএনপি, তিনজন জাতীয় পার্টি ও তিন জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে পাওয়া তথ্যে, উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল হাই এর প্রস্তাবকারী সমর্থনকারীর স্বাক্ষর জাল হওয়ায় ও গোলমুন্ডা ইউনিয়নের সভাপতি মোস্তফা রেজাউল করিম ঋণ খেলাপীর দায়ে তাদের দুজনেরই মনোনয়ন পত্র বাতিল করেন। এদিকে জাতীয় পার্টির মধ্যে ডাউয়াবাড়ী ইউনিয়নের এজাজুল ইসলাম ও লিয়াকত আলী দুজনেই দাখিল করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয় এবং বালাগ্রাম ইউনিয়নের জাতীয় পার্টির তহিদুল ইসলাম আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়ন পত্রও বাতিল করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থী শৌলমারী ইউনিয়নের অমলেন্দু রায়, কৈমারী ইউনিয়নের শফিকুল ইসলাম ও ধর্মপাল ইউনিয়নের নুর হোসেন মিয়া’র ও মনোনয়ন পত্র বাতিল করা হয়।অন্যদিকে সংরতি মহিলা আসনে ৩ জন ও সাধারণ সদস্য পদে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, বাতিলকৃত মনোনয়ন পত্র চাইলে প্রার্থীরা আপিল করতে পারবেন।