বিজ্ঞাপন দিন

নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি : ”কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি।

গত বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।