বিজ্ঞাপন দিন

ডিমলায় ছাত্রলীগের উদ্দোগে বন্যার্তদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

ডিমলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যার বিভিন্ন রোগে আক্রান্ত বন্যার্তদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। রংপুর জেনারেল হাসপাতাল এন্ড টেকনোলজিষ্ট ডায়াগনেষ্টিক সেন্টারের সহযোগিতায় শুক্রবার সকাল হতে বন্যার্তদের আশ্রয়স্থলে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১২ জন চিকিৎসক দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধ বিতরন করেন উপজেলা ছাত্রলীগের উদ্দেগে।

এ সময় বন্যার্ত ৫শ জন রোগিকে বিনামুল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন,ছাত্রলীগ নেতা সাইয়ের কাদির কানন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইরফান আহম্মেদ মিঠু, সাধারন সম্পাদক নুরনবী ইসলাম,সহ সভাপতি আমিনুর রহমান, ইসলামিয়া মহা বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ লেবু, রুবেল, ডালিম, আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।