বিজ্ঞাপন দিন

জলঢাকায় আটক জাপা নেতার ভ্রাম্যমান আদালত হলো না




জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌর জাতীয় পার্টির(জাপা) সাধারন স¤পাদক দুলাল হোসেন নারী সহ অনৈতিক কাজের সময় হাতে-নাতে আটক হওয়ার ঘটনার আইনী কোন সুরাহ হয়নি এখনো। গত শনিবার বিকাল চারটায় তাদের নিয়ে পুলিশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের নিকট প্রেরন করেন।

সেখানে দীর্ঘ ৫ ঘন্টা অবস্থানের পর ভ্রাম্যমান রাত ৯টায় বিষয়টি নিয়ে বিব্রতবোধ করায় তাদের ভ্রাম্যমান আদালত করেননি। ফলে পুলিশ নারী সহ জাপা নেতা দুলাল হোসেন কে পুনরায় থানায় ফেরত নিয়েছে।জলঢাকা থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন শেখ সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগামীকাল রবিবার (৩১ জুলাই) আটকদের নীলফামারীস্থ্য চিফজুডিশিয়াল আদালতের জলঢাকা কোটে প্রেরন করা হবে।


এদিকে জলঢাকার বিভিন্ন সুত্র জানায় ভ্রাম্যমান আদালত না হবার পেছনে অনেক রহস্য ফাঁস হয়েছে। যে রহস্য এখন জলঢাকা বাসীর মুখে মুখে ফিরছে।উল্লেখ যে, গত শুক্রবার (২৯ জুলাই) সন্ধায় জলঢাকা পৌর শহরের বাসস্টান্ডে অবস্থিত ওই জাপা নেতার নিজ মালিকানাধীন দ্রুতি আবাসিক হোটেল থেকে এক ষোড়শী নারী সহ তাকে পুলিশ আটক করেছিল।