বিজ্ঞাপন দিন

জলঢাকা থেকে ৩ বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে রংপুর পিবিআই

জল ডেস্ক :বিকাশ প্রতারক চত্রেুর তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রবিবার(৭আগষ্ট)রাতে পিবিআই রংপুর জেলার সহযোগীতায় শাহাবাগ থানার দায়ের করা একটি মামলার আসামীদের গ্রেফতারের জন্য (পিবিআই) হেডকোযার্টাস এর একটি বিশেষ টিম নীলফামারী জেলার জলঢাকা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ প্রতারককে গ্রেফতার করে । গ্রেফতার প্রতারকরা হলেন, জলঢাকা উপজেলার চিরুভিজা গ্রামের মজিবর রহমানের ছেলে আফিউল রহমান (২৪), দুনদুলী গ্রামের ডালিম চন্দ্র শীলের ছেলে প্রতীক চন্দ্র শীল (২৫) ও বগুড়াগালী গ্রামের মতিজার রহমানের ছেলে আব্দুল খালেক (২৫)।দেশের নামিদামি ব্যক্তিসহ সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে ঠকিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় পিবিআই।তাদের কাছ থেকে ৯টি মোবাইল সেট, বিভিন্ন অপারেটরের ৩০টি সিম কার্ড, নগদ অর্থ, বিকাশের রেজিষ্ট্রেশন ফরম, বেশকিছু ভোটার আইডিকার্ড এবং একটি বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন ডিভাইস ও নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই শহিদুল্লাহ কাওসার জানান, এসব প্রতারকচক্র অনেক দিন ধরে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন, এসব প্রতারকদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ চক্রটি প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিতো।তবে এ প্রতারকদের বিরুদ্ধে শাহবাগ থানায় আবুজাফর আজাদ,সামছুল হুদা ভুইয়া নামে দুই ব্যক্তি প্রতারনার মামলা দায়ের করেন।মামলা নং২৬-২৭/৭/১৬ । গ্রেফতাকৃতদের ঢাকায় পাঠানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।শাহাবাগ থানায় মামলা হয়েছে