বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুই প্রধান শিক্ষকসহ ১৭ শিক্ষকের এক দিনের বেতন কর্তন

ভ্রম্যমান সংবাদদাতা : নীলফামরীর জলঢাকায় স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে সতের শিক্ষকের এক দিনের বেতন কর্তনের আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুহঃ রাশেদুল হক প্রধান।

গতকাল (১০ ডিসেম্বর) শনিবার স্কুল পরিদর্শন কালে ছুটির আবেদন না করে এবং  ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে এ আদেশ প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। স্কুল দু’টি হলো- বালাগ্রাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাঈদার রহমানসহ ১১জন এবং ভাবনচুর মরা তিস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলামসহ ৬জন, মোট ১৭ শিক্ষকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন।


অফিস সুত্রে জানা যায়, অনুপস্থিত প্রত্যেক শিক্ষকদের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান ও একদিনের বেতন কর্তনের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নিবার্হী অফিসার স্কুলগুলো অকস্মিক পরিদর্শন কালে শিক্ষকের বিরুদ্ধে তাৎক্ষনিক এরুপ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অবিভাবকসহ সচেতন মহলেন কাছে প্রশংসিত হয়েছে  এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভুমিকা রাখবে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন।