বিজ্ঞাপন দিন

সৈয়দপুরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের চাকা খুলে মাটিতে পড়ল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরে বিমান উড্ডয়নের পরে বিমানের চাকা খুলে মাটিতে পড়ে যায়। ২৫ অক্টোবর বুধবার সকালে বিমানবন্দর এলাকার পার্শ্বে ঘটনাটি ঘটে। পরে ঢাকায় কোন রকম দূঘটনা ছাড়াই অবতরণ করে। সূত্রে জানা যায়, সৈয়দপুর বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ৯.২৫মিনিটের সময় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৯.৪৩ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের পরে বিমান বন্দর সিমানা প্রাচীরের অপর পার্শে বিমানটির পেছনের ডান দিকের চাকা খুলে মাটিতে পড়ে যায়। বিমানটি চাকা বিহীন অবস্থায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সৈয়দপুর থেকে ঢাকায় ঘটনা সম্পর্কে অবগত করা হলে ঢাকায় বিমানবন্দরে জরুরী ব্যবস্থা গ্রহন করে এবং কোন রকম দূঘটনা ছাড়াই অবতরণ করে যাত্রীদের নিরাপদে নিয়ে যায় বিমান কতৃপক্ষ।

এ বিষয়ে কথা হয় বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক আবু আহম্মেদ এর সাথে। তিনি জানান, পাইলট মিষ্টার আতিক বিমানের চেকআপ সম্পন্ন করে উড্ডায়নের পর পরই ডান দিকের চাকা খুলে পড়ে যায়। তৎক্ষনাত আমরা চাকাটি উদ্ধার করি এবং ঢাকায় মেসেজ দেই। সকলের দোয়ায় আল্লাহর রহমতে বিমানটি দক্ষ ইঞ্জিনিয়ারদের কৌশলে পাইলট নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এতে যাত্রীদের কোন রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিমানবন্দর ম্যানেজার মোঃ শাহিন বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।