বিজ্ঞাপন দিন

ডিমলায় প্রাথমিক ও ইবতেদায়ী পরিক্ষায় অনুপস্থিত ৪৭১জন

মশিউর রহমান বিশেষ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী পরীক্ষা রোববার (১৯ নভেম্বর) শুরু হয়েছে। প্রথম দিন ইংরেজি পরীক্ষায় নীলফামারী ডিমলা উপজেলায় ১৬টি কেন্দ্রের মোট ৭৬৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহন করেছে ৭২২০ জন। পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৪৭১ জন। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমকি শিক্ষা সমাপনীতে ছেলে ২২৮জন ও মেয়ে ১৪০ জন এবং ইবতেদায়ীতে ছেলে ৭৭ জন ও মেয়ে ২৬ জন অংশগ্রহন করেনি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, পরিবারের অসচেনতা, বাল্য বিবাহ, বসত বাড়ী স্থানান্তর সহ নানা কারণ থাকতে পারে। ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালতি হচ্ছে এবং পরীক্ষার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর রয়েছে বলে তিনি জানান।