বিজ্ঞাপন দিন

বাহির থেকে দেখতে মনে হয় প্যান্ডেল, কিন্তু না ! এটি পরীক্ষা কেন্দ্র !!


বাদশাহ শাহজাহন, ভ্রাম্যমান সংবাদদাতাঃ বাহির থেকে দেখতে মনে হয় এটি একটি প্যান্ডেল। কিন্তু না এটি পরীক্ষা কেন্দ্র। এখানে পরীক্ষা দিচ্ছে কোমলমতি জেডিসি পরীক্ষারা। নীলফামারীর জলঢাকা ছীট মীরগঞ্জ শালন গ্রাম ফাযিল মাদ্রসায় উপজেলার সকল মাদ্রসার একটি মাত্র পরীক্ষা কেন্দ্র। এখানে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ফাযিল-কামিল পরীক্ষা দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত হয়। চলতি জেডিসি পরীক্ষায় উপজেলার ২৯ টি মাদ্রসার ১হাজার ৪শত ১জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিচ্ছে। রুম এবং জায়গা সংকটের কারনে মাদ্রসার সামনে মাঠে প্যান্ডেল খাটিয়ে পরীক্ষা নিতে দেখা গেছে। প্যান্ডেলের ভিতরে ৬শত'র অধিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ছাত্র/ছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এ ব্যবস্থা নিতে হয়েছে মাদ্রসা কর্তৃপক্ষকে।

কেন্দ্র সচিব ও মাদ্রসার অধ্যক্ষ অাব্দুর রশিদ এ সংবাদদাতাকে জানান, মাদ্রসার রুম সংকট দীর্ঘ দিনের সমস্যা। গতবারের চেয়ে এবারে দ্বিগুন পরীক্ষার্থী হওয়ায় প্রতিষ্ঠানের প্রায় ষাট হাজার টাকা ব্যয় করে প্যান্ডেল/সেট গুলো ভাড়া নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর দু'দিন পূর্বে প্রচন্ড ঝর-বৃস্টির কারনে তরিঘরি করে এ ব্যবস্থা নিতে হয়েছে।অধ্যক্ষ অারও জানান, পরীক্ষা চলাকালীন সময়ে রোদ-বৃস্টি উপেক্ষা করে পরীক্ষার্থীদের অসুবিধা হলেও অামাদের অার কিছুই করার নাই তাদেরকে এ অবস্থায় পরীক্ষা দিতে হবে। অামরা প্রতিষ্ঠানের পক্ষথেকে সাধ্যমত চেষ্ঠা করেছি। বিষয়টি কর্তৃপক্ষকে ইতিপূর্বে অবগত করার পরও কাজ হচ্ছে না। তিনি ক্লাস রুম সংকট ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি চিবেচনা করে সরকারের কাছে মাদ্রসায় রুম সংকট নিরশনের ব্যবস্থা এবং একাডেমিক ভবন নির্মানের জোর দাবী জানান।