বিজ্ঞাপন দিন

ডিমলা আকাশকুড়ি জোড়জিগা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিজম বিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলাধীন আকাশকুড়ি জোড়জিগা সুঠিবাড়ি টু ডালিয়া রোড সংলগ্ন মনোরম পরিবেশে মনোমুগ্ধকর জায়গায় অবস্হিত জোড়জিগা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়টি। যা,অত্র এলাকার একমাত্র প্রতিবন্ধি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পাঠদান করে আসছে। বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়টি অত্র এলাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়টিতে ৬প্রকারের প্রতিবন্ধিকে শিক্ষা দেওয়া হয়। বুদ্ধিপ্রতিবন্ধি, শ্রবন প্রতিবন্ধি, দৃষ্টি প্রতিবন্ধি, সেলিব্রাল পালসি,বহুমাত্রিক প্রতিবন্ধি, শারীরিক প্রতিবন্ধি। প্রতিস্ঠানটি প্রতিস্ঠা করার পর হাটি হাটি পা পা করে প্রতিবন্ধি শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০জন।এলাকার প্রতিবন্ধি ছাড়াও বাইরের ইউনিয়ন থেকেও প্রতিবন্ধিরা এই বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিদ্যালয়টি মোট জমি ৩০শতক।শ্রনী কক্ষ ০৫টা, স্টোর রুম০১ভ্যান গাড়ী ২টা,পানির ও স্যানিটেশনের সুব্যবস্থা, খেলাধুলার সরঞ্জামসহ দৃষ্টি প্রতিবন্ধির শিক্ষার জন্য রয়েছে বেইলিং পদ্ধতি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আইভী ইসলাম বলেন,বিদ্যালয়টি অন্য সব প্রতিবন্ধি বিদ্যালয়ের চেয়ে ভিন্ন।

পাঠদান ও কাজে সকলের কাছে সমাদৃত এবং অন্যন্য দৃষ্টান্ত স্হাপন করেছে প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা সাংবাদিক মোঃ হামিদার রহমানসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক।মানবাধিকারকর্মী মোঃ জাহাঙ্গীর কবির,বলেন,কতৃপক্ষ যেভাবে জোড়জিগা বুদ্ধিপ্রতিবন্ধিও অটিস্টিক বিদ্যালয়টি পরিচালনা করে আসছে তাতে মনে হয় এরা সরকারী ভাবে অর্থ পায়। প্রতিষ্ঠানটিতে দুপুরের টিফিনের ব্যবস্হা রয়েছে।অত্র বিদ্যালয়ে প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক হামিদার রহমানের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের দুপুরের নাস্তা ব্যবস্হা,করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দ, নিজের অর্থে করে থাকেন,সাথে প্রতিষ্ঠানের তহবিল থেকে কিছুটা করা হয়।