বিজ্ঞাপন দিন

ডিমলায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন

মোঃ মশিয়ার রহমান বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় গত বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন করে ত্রান সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশেঁ দাড়াঁলেন চীনা দাতা সংস্হা -ইউএনডিপি।উপজেলার ৩২৫টি পরিবারের এ ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।এনজিও এসকেএস এর সহযোগিতায় উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ চত্বরে -আজ ৭জানুয়ারী (বুধবার)সকালে ৭নং খালিশাচাপানী ইউনিয়নে ১৮৫টি পরিবারও ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে ১৪০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রান বিতরন করা হয়। বিতরন কালে উপস্হিত ছিলেন ৭নং খালিশাচাপানী ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান সরকার,৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান,৭নংখালিশাচাপানী ইউনিয়ন ৪নং ওয়ার্ড সদস্য রমজান আলী,১নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম,ঝুনাগাছচাপানী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্যর স্বামী মোজাফ্ফর হোসেন, ইউএনডিপির জেলা-কো-অর্ডিনেটর আমিনুর রহমান,এসকেএস-ফাউন্ডেশন ও প্রাকটিক্যাল এ্যাকশন কর্মকর্তার মধ্যে ছিলেন ডাঃ সরকার রুহুল কুদ্দুস, এমরামুল হক,বাংলাদেশ স্কাউটস ডিমলা শাখার সাধারন সম্পাদক প্রশান্ত কুমার দত্ত,ডিমলা স্কাউটস কমান্ডার নয়নও ছানোয়ার ইসলাম প্রমূখ। ত্রান সামগ্রীতে একটি পরিবারের একটি প্যাকেজ ছিল,১৬টি ঢেউটিন,একটি-ট্রাংক,একটি স্কুল ব্যাগ,দুইটি ঢাকনা সহ পাতিল,একটি মশারী,দুইটি কম্বল,একটি হাত করাত,দুইটি বালিশ কভার সহ বিছানার চাদর। উলেখ্য-গত বন্যায় নদী ভাঙ্গন চিহৃিত করে বাড়ীঘর হারিয়ে যারা নিঃসম্বল হয়েছিল তাদের সাহাযার্থে এ সংস্হাটি কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্রটি।