বিজ্ঞাপন দিন

কিশোরগন্জে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বর্নিল আয়োজনে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার দুপুরে কিশোরগন্জ বানিয়াপাড়া দুর্গা মন্দির থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্দ্যোগে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার ভক্তের অংশগ্রহণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই মঙ্গল শোভাযাত্রাটি কিশোরগন্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।পরে বানিয়া পাড়া দুর্গা মন্দির মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব কুমার সরকার"র সভাপতিত্বে উক্ত আলোচনাসভা অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগন্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ উপজেলার যুব সমাজের অহংকার নীলফামারী চার আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ আমিরুল ইসলাম আমীর।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগন্জ পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ আশুতোষ রায় সিংহ (লক্ষন)। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম আমীর তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। প্রতিটি গ্রামে গন্জে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে দেশ এগিয়ে যাচ্ছে, তাই এদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দিতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু ফনি ভূষণ মজুমদার।