বিজ্ঞাপন দিন

শৌলমারীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালায় ৪ প্রসুতি নারীকে চেক প্রদান

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ "দু'টির বেশি নয়, একটি হলে ভালো হয়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নে কিশোর - কিশোরীদের নিয়ে বাল্যবিয়ে রোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লীর হতদরিদ্র পরিবারের প্রসুতি মা ও শিশুর পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্য চিকিৎসা জন্য ৪ প্রসুতি নারীকে ২৩ হাজার টাকার চেক প্রদান করেছে ল্যাম্ব শো - প্রকল্প। সুবিধাভোগী এসব নারীরা হলেন, মনিফা বেগম, জবা রানী রায়, আমেনা বেগম ও লিপি আক্তার। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল এফিয়ার্স কানাডার অর্থায়নে বুধবার দুপুরে শৌলমারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে এই চেক বিতরণ করেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, মজু মামুদ, সাদেকুল ইসলাম, আজিজুল ইসলাম, সংরক্ষিত সদস্য নুরুন্নাহার, পরিবার কল্যাণ পরিদর্শিকা লাকী বেগম, ফিল্ড কোঅর্ডিনেটর রতন দাস, সিএসবিএ মিনা বেগম ও নাজিরা প্রমুখ। এর আগে শো - প্রকল্পের মুল লক্ষ উদেশ্য উল্লেখ করে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দিয়ে জেন্ডার বৈষম্য এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়। পরে ডাউয়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রও একই আয়োজন করা হয়।