বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাজনীতিতে সত্য বলার সাহসী মানুষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): আব্দুল গাফ্ফার একজন সাদা মনের মানুষ।দেশের একজন সৈনিক ও তিনি,সাহিত্যসহ সাংস্কৃতিতে তার বিরল প্রতিভা প্রকাশে অতুলনীয়।বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের স্ত্রী শামীমা বেগম জলঢাকা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত।মেয়ে শাখিলা খাতুন সে ও একজন শিক্ষিকা,ছেলে সাদিক-উল -ইসলাম একজন রসায়নবীদ। ব্যাক্তি জিবনে আব্দুল গাফফার ১৯৭১সালে জলঢাকা থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন,এমন কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রলীগের শের-বাংলা হল শাখা সম্পাদক হন।রাজশাহী বিশ্ব বিদ্যালয় কেন্দীয় ছাত্র সংসদ(রাকসু)এর আন্তঃকক্ষ সম্পাদক হন।এছাড়াও দৈনিক আলামিনের নিজস্ব সংবাদ দাতা ছিলেন তিনি।২০০৫সালে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছাড়াও ২০১১সালে ৭১এর ঘাতক দালাল র্নিমূল কমিটির জাতীয় ও আর্ন্তজাতিক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হন। জাতিয় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পরিক্ষক হন।প্রধান মন্ত্রী শেখ হাসিনার জাতীয় পুরুষ্কার কমিটির সদস্য ছিলেন তিনি।সেক্টর কমান্ডার্স ফোরাম নীলফামারী জেলা শাখার সদস্য ছাড়াও জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মেলন পরিষদ,রংপুর সাহিত্য পরিষদ,রেডক্রিসেন্ট সোসাইটি, রঙ্গপুর সাহিত্য পরিষদ জীবন সদস্য সম্মানা পান। এছাড়াও তিস্তা ব্যারেজ পানি ব্যবস্থা ফেডারেশনের প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন তিনি।এই বীর মুক্তিযোদ্ধার বাবার নাম-প্রয়াত জামাল উদ্দিন আহম্মেদ মাতা-প্রয়াত, গোলেমন নেছা,জম্ম সুত্রে তিনি জলঢাকা পশ্চিম বালাগ্রামের সন্তান।বাংলাদেশ মুক্তিযোদ্ধা শিক্ষক কমান্ডের সদস্য তিনি যাহান নং-৩৯০৪,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক সাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ০১০৫২ এর সনদ পান।বর্তমানে তার বসবাস স্থল জলঢাকা কলেজ পাড়ায়।সেকশন কমান্ডার সিগনালকোর ও ইন্টেলিজেন শাখার এই যোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের শিক্ষাবীদ সদস্য।মহামান্য রাষ্টপতি প্রয়াত জিল্লুর রহমান কতৃক মনোনীত নিবন্ধন নং-৪০৫ সমাজ কল্যান মন্ত্রনালয় আওতাধীন শতফুল ফুটতে দাও সভাপতি হন।এবিষয়ে নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর গোলাম মোস্তফা বলেন,নিঃসন্দেহে গাফফার ভাই একজন প্রসংশনীয় মানুষ।বাংলাদেশ কাউন্সিল অব ভোক্তা অধিকার রংপুর বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্টাও বাস্তবায়ন সংস্থার নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত বলেন,গাফফার স্যার একজন সত্য বলার সাহসী মানুষ।দেশ ও জাতির কল্যানে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।এমন কি নীলফামারী ৩ আসনের কান্ডারি ও তিনি।প্রচার প্রচারনায় নৌকা প্রতীকে এ আসনের মানুষকে ভোট দিতে উৎভুদ্ধ করে আসছে।একটি সোনার বাংলা র্নিমানে।