বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রাইমারী ও ইবতেদায়ী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৮২৮"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা সংবাদদাতা: নীলফামারীর জলঢাকায় সারাদেশের ন্যায় প্রাইমারী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে। এ দিনে উপস্থিত নেই ৮২৮ জন পরীক্ষার্থী। এই পরীক্ষা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি কেন্দ্রে প্রাইমারী শাখা থেকে ৮ হাজার ৭ শত ৯২ জন ও ইবতেদায়ী শাখা থেকে ১ হাজার ১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। পরীক্ষার প্রথম দিনে দুই শাখায় ৮ শত ২৮ জন অনুপস্থিত ছিলো। সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়,উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র নং ১৪ বিন্যাকুড়ী সরকারি প্রাইমারী বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে পরীক্ষার খাতায় লিখতেছে। এ কেন্দ্রে প্রাইমারী ৫২৬ জনের মধ্যে ৫২জন ও এবতেদায়ী ৪৮ জনের মধ্যে ৯ জন অনুপস্থিত এমনটি বলেন কেন্দ্র সচিব মোহসীন আলী। তিনি বলেন,এক শিক্ষার্থী দুই প্রতিষ্ঠানে ফরম ফিলাপের কারনে অনুপস্থিতির সংখ্যা বেশী। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার কাজল কুমার সরকার বলেন,প্রতিটি পরীক্ষা কেন্দ্রে খুব সুন্দরভাবে পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোন রকম সমস্যা নাই।