বিজ্ঞাপন দিন

"জলঢাকায় খুটামারা ইউনিয়নে জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন ও আলোচনা সভা"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা সংবাদদাতাঃ শিক্ষা-শান্তি-উন্নয়ন-প্রগতি,ছাত্র সমাজের মূল নীতি।পল্লী বন্ধুর আদর্শে গোড়া নতুন বাংলা ছাত্র সমাজ ১৯৮৩ সাল থেকে সংগঠনটির পথ চলা।কালক্রমে এই সংগঠনটি রুপ ধারন করে জাতীয় ছাত্র সমাজে। বর্তমানে সারা বাংলায় এই জাতীয় ছাত্র সমাজ অন্যান্য ছাত্রদলের চেয়ে বেশ জনপ্রিয় ও শক্তিশালী।তাই বলা যায়,জাতীয় ছাত্র সমাজের একান্ত নেতৃত্বে আগামীতে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ স্যারের জাতীয় পার্টি শক্ত অবস্থায় যাবে এবং সরকার গঠন করবে ইন্শাআল্লাহ। সেই লক্ষে জলঢাকা উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা মাঠে ময়দানে দলের জন্য কাজ করে যাচ্ছে।-শুক্রবার বিকেল ৩টায় খুটামারা ইউনিয়নের টেংগনমারী স্কুল এ্যান্ড কলেজ হলরুলে জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জলঢাকা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব ও তরুন ছাত্রনেতা রবিউল ইসলাম রাজ। তিনি এসময় উপস্থিত সকল এরশাদ প্রেমীদের উদ্দেশ্যে আরও বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোট,মহাজোট,যাই হউক না,কেন?আমাদের এই আসনে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে হবে।সেই লক্ষে আমাদের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে লাঙ্গল মার্কার ভোট বাড়াতে হবে।এ জন্য আমি সার্বক্ষনিক প্রস্তুত। আমাকে যখনে যেভাবে ডাকবেন কাছে পাবেন,ইন্শাআল্লাহ। আমি ইতোমধ্যে সকল এরশাদ প্রেমীদের সাথে নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি।আশা করি সফল আমরা হবো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আজহারুল ইসলাম রাজা,খুটামারা ইউনিয়নের সভাপতি সামসুল হক,সাংগঠনিক সম্পাদক রতন ইসলাম,খুটামারা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আফজাজুল ইসলাম,সদস্য সচিব শরিফুল ইসলাম সুমন।এসময় উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রুবেল হক,খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল লতিফ,ইউনিয়ন শ্রমিক পার্টির সভাপতি মানিক ইসলাম ও ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সকল নেতাকর্মী প্রমূখ। এরপর প্রধান অতিথি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৭ দিনের জন্য ওয়ার্ড কমিটি গঠন করার একটি প্রস্তুতি কমিটি অনুমোদন দেন। এই কমিটিতে ছাত্র নেতা আফজাজুল ইসলামকে আহব্বায়ক ও শরিফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।