বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষাক্ষেত্রে মাইল ফলক নৃত্যানন্দ আলোর কণা হাতে নিয়েছে ভ্রাম্যমাণ পাঠাগার

মানিক লাল দত্ত জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় শিক্ষার আলো ছড়িয়ে যে সংগঠনটি কেরেছে বিদগ্ধজনের দৃষ্টি, সেই সংগঠনটি আবারও বিদ্যাপীঠে মাইল ফলক করেছে সৃষ্টি ভ্রাম্যমাণ পাঠাগারের মধ্য দিয়ে। রুটি,মত,ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বই খানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয় এ কথাটির বাস্তবে রুপদান দিয়েছে শিক্ষানুরাগী ফুরাদ হোসেন। সে জলঢাকা আলোর কণা সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক। সংগঠনটি থেকে শতাধিক শিক্ষক-শিক্ষিকা মেধা বিকাশে ফ্রী পাঠ্যদান কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কে গণ্ডি পেরিয়ে পৌছে দিয়েছেন নিরক্ষরতার ঘর থেকে আলোর বাতি ঘরে। বিজ্ঞান মনোষ্ক ধ্যান ধারনা আলোর কণার শিক্ষার্থীদের মাঝে অকপটে স্থাপন করে সু নাম কুড়িয়েছে কাড়ি কাড়ি। এবার বই সংগ্রহ করে ভ্রাম্যমাণ পাঠাগার তৈরি করে সকল কে উৎসাহ যোগাচ্ছেন বই পড়া অভ্যাসে। শুক্রবার ফুরাদ হোসেন জানান,আলোর কণা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার দ্বীপ ঘর পৌছে দিয়েছে ইতো মধ্যে। এবার বই পড়ার অভ্যাস সৃষ্টিতে কাজ করবে অবিচল।