বিজ্ঞাপন দিন

জলঢাকার থিয়েটার এখন স্বপ্নচূড়ায়!

মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী): কোন কিছুকে আকার কিংবা দৃশ্যমান ভঙ্গিমায় উপস্থাপনার মধ্যে আনন্দ দেয়।সেটাই নাটক! এশিল্পকে রং-বে রংয়ে রাঙ্গিয়ে তুলেছে জলঢাকা থিয়েটার।নির্মানশৈলী আচরন,নৃত্যের কারিশমা,আর অভিনয়ের কৌশলী, সঙ্গীতের পরশ,সবটুকুই জরিয়ে রয়েছে থিয়টারটিতে।নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চলে জলঢাকা থিয়েটারের কর্ম কৌশল কেড়েছে বিদগ্ধজনের দৃষ্টি।উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সুজা থিয়েটারের ভুয়সী প্রশংসা করেন তাদের কর্ম কান্ডে এ কথা জানান থিয়েটারের সেক্রেটারী সাংবাদিক আবেদ আলী।কৌতুহল করার মত এথিয়েটার বিভিন্ন স্থানে মঞ্চায়ীত করে সুনাম কুড়িয়েছে কারি কারি।থিয়েটারের সভাপতি সোনা মিয়া জানান,আমাদের নিজস্ব ঘরের সংকুলান রয়েছে,ইউ,এন,ও,স্যার,প্রতিশ্রুতি দিয়েছে তিনি আমাদের ঘর দেবেন।এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নীলফামারী জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত বলেন,থিয়েটারের নাটক জাগ্রত করেছে এ উপজেলাবাসীকে,তাদের প্রতিয়মান প্রতিভা সত্যিই প্রশংসনীয়।