বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্লাড ট্রান্সফিউশন (জে.বি.টি) সংগঠনটি এখন মানুষের পাশে

মানিক লাল দত্ত, জলঢাকা (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় ব্লাড ট্রান্সফিউশন (জে.বি.টি) নামের এ সংগঠনটি এখন মানুষের পাশে দাড়িয়ে মহানুভবতার হাত প্রসারিত করে প্রমাণ করল মানুষ মানুষের জন্য। সংগঠনটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রক্তের অভাবে কোন মানুষ যেন মৃত্যুবরণ না করে সেদিকে খেয়াল রেখে পৌছে দিচ্ছে জীবন দানের চাবিকাটি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার এক রোগী এ উপজেলায় চিকিৎসাধীন। তার নাম মিনি আক্তার তার বাবা রুহুল আমিন। একজন কায়িম শ্রমিক। মিনি ক্যান্সার রোগে আক্রান্ত মাসে তিন ব্যাগ রক্ত দিতে হয়। শরীরে প্লাটিনেট ১০ হাজার আর ২ হাজার কমলে সে মারা যাবে। তাকে রক্ত দান করে বাঁচিয়ে তুললেন স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। শুক্রবার উদ্যোক্তা পরিচালক মায়ান মাজিদ স্বপন জানান, আমরা দীর্ঘদিন থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেসব দরিদ্র মানুষ রক্তের অভাবে মরে যেতে বসেছে নিজ অর্থায়নে আমরা তাদের পাশে গিয়ে দাড়াই ও সেবাদান করি।