বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর কচুকাটা ইউনিয়নে মাদক জুয়া ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক; নীলফামারী প্রতিনিধি : চলো যাই যুদ্ধে, মাদক -জুয়া ও জঙ্গিবাদের বিরুদ্ধে । এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীতে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সেমিনার, সভা ও সমাবেশ চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ । এরই ধারাবাহিকতায় গত ২৪ শে নভেম্বর শনিবার বিকালে সদর উপজেলার ৭ নং কচুকাটা ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও ইউপি চেয়ারম্যানে আব্দুর রউফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলা পুলিশ মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সেমিনার, সভা ও সমাবেশের মাধ্যমে জনসচেতনতা চালাচ্ছি । জনগনকে এ সব অপরাধ কর্মকান্ড থেকে বিরদ রাখতে জনগনের দ্বার প্রান্তে পৌঁছাতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করেছি। যেখানে এ সব অপরাধীর আনাগোনা দেখবেন, তখন তখনই আপনাদের এলাকার কমিউনিটি পুলিশিং কমিটিকে গোপনে অবগত করবেন। এ সময় ইউনিয়নের সর্বস্থরের নর-নারী র্্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।