বিজ্ঞাপন দিন

নীলফামারী-৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রচারণা শুরু

ভ্রম্যমান সংবাদাতাঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট বিএনপির পরীক্ষিত সৈনিক সাবেক সংসদ সদস্য চার বারের সফল মেয়র ধানের শীষ প্রতীক মনোনীত প্রবীণ এই প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জনসংযোগ শুরু করেছেন। পোষ্টার, প্রচারপত্র নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। প্রচারণার দ্বিতীয় দিন বুধবার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ও রণচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করেন। প্রচারণার ৩য় দিন বৃহ:স্পতিবার ( ১৩ ডিসেম্বর) দিনভর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ও বড়ভিটা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

একই দিন বিকালে বড়ভিটা স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভা করেন। বড়ভিটা ইউনিয়ন বিএনপি সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এসময় তিনি নিজেকে সৎ ও নিষ্ঠাবান দাবী করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন জুলুম,নির্যাতন, মামলা, হামলা ও হয়রানির বিয়য়ে উল্লেখ করেন এবং তা বন্ধের দাবী জানান । একই সাথে তিনি বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে প্রতিটি ভোটারের কাছে একটি করে ভোট ভিক্ষা চান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আ.ন.ম রুহুল ইসলাম। বড়ভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ রণচন্ডী, পু্িটমারী, ইউনিয়ন বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।