বিজ্ঞাপন দিন

নীলফামারীতে অসহায় হতদরিদ্রের মাঝে জেলা পরিষদের টিউবওয়েল বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের আওতাধীন বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এডিপির সাধারণ বরাদ্দকৃত অর্থে (২০১৭-১৮) অর্থ বছরের গ্রামীন জনগোষ্ঠীর অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে টিউবওয়েল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলা পরিষদ কার্যালয়ে জেলার প্রত্যত্ব অঞ্চলের অসহায় গরীব হতদরিদ্রের ১৫০ টি পরিবারের মাঝে উদ্বোধনী টিউবওয়েল বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল কবীর, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, শামীম চৌধুরী উপ সহকারী কর্মকর্তা রবিউল ইসলাম। টিউবওয়েল বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী সুবিধাভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, রাসায়নিক মুক্ত পানি পান করার জন্য ও রাসায়নিক মুক্ত জেলা গড়তে চাই। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রায় দুই বছর পার হচ্ছে। সরকারের সাফল্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলার প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য অসহায় হতদরিদ্র পরিবার, রাস্তা, ব্রীজ-কালভাট, স্কুল, কলেজ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের উন্নয়ন বান্ধব হিসেবে কাজ করে যাবে এই জেলা পরিষদ । আগামী তিন বছরের মধ্যে দরিদ্রমুক্ত ও উন্নয়নশীল জেলা গড়ার সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।