বিজ্ঞাপন দিন

আগামীকাল ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উপ-নির্বাচন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল ২৮ ফেব্রুয়ারী। সোমবার ও মঙ্গলবার(২৫ ও ২৬ ফেব্রুয়ারী)ওই ইউনিয়নে গিয়ে দেখা গেছে, শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় ব্যস্ত ৩ প্রার্থী। ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে অংশ নেয়া ৩প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম ভূট্টু ও আনারস প্রতীকের প্রার্থী আরিফের রব্বানী লাজু।ওই ইউনিয়নে আঞ্চলিকতা বিদ্যমান থাকায় এলাকা ভিত্তিক ভোটাররা বিভক্ত হয়ে পড়েছেন। ইউনিয়নের দক্ষিন অংশে মটুকপুর ও দক্ষিন মটুকপুরে রয়েছে ৪টি ওয়ার্ড এবং উত্তর অংশে রয়েছে,পাঙ্গা ও মেলা পাঙ্গা এলাকায় ৫টি ওয়ার্ড। দুদিকে সমান সমান ভোট। তিন প্রার্থীই নিজেকে বিজয়ী হওয়ার আশা ব্যাক্ত করেন। নির্বাচনের শেষ মূহুর্তে এসে ৩প্রার্থীই ভোটারদের বাড়ী বাড়ী ঘুড়ে ভোট চাচ্ছেন। ৬নং ওয়ার্ডের বাসিন্দা দুলু মিয়া(৪০) ও আব্দুল গোফ্ফার(৬৫) এ প্রতিবেদককে বলেন ৩ প্রার্থী মাঠে থাকলেও প্রতিদ্বন্দীতা হবে নৌকা এবং চশমা প্রতীকের মধ্যে। ওই ইউনিয়নে মোট ভোটার ১৬হাজার ২২জন। গত ২১নভেম্বর/২০১৮ইং তারিখে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মারা গেলে পদটি শুন্য হয়।