বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাজার হাট কাবাদিয়া রহমানিয়া খারিজী হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই রাজার হাট কাবাদিয়া রহমানিয়া খারিজী ও হাফিজিয়া মাদ্রাসার দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ফ্রেব্রুয়ারীর ৭-৮ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ। অনুষ্ঠানের প্রথম দিন ০৭ ফ্রেব্রুয়ারী রাজার হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠের আজীবন সভাপতি জনাব মারুফ মজিব চৌধুরীর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র আলীম মাদ্রাসার সভাপতি মোঃ সুজাউদ্দৌলা । পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন, প্রধান মুফাসসির এম, এ দাওরায়ে হাদীস (ফাস্ট ক্লাস ফাস্ট), এন টিভি, বিজয় টিভি ও মাই টিভির ইসলামী আলোচক, হযরত হাফেজ মাওলানা মোঃ হুমায়ূন কবীর সিদ্দিকী। বিশেষ মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন, হযরত মাওলানা মোঃ নাজমুল হোসাঈন আল-লোবারক ও হযরত মাওলানা মুফতি জোবায়ের আলম আনছারী । এ সময় উপস্থিত ছিলেন, তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও অত্র হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্জ্ব ওয়াহিদুর রহমান এবং রাজার হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান । এছাড়াও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোক্তা আব্দস সোবহান, মাদ্রাসার ওয়াকফ স্টেটের সেক্রেটারী বাবুল হোসেন, তবিবর রহমান, সফিকুল ইসলাম সাফি, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলমগীর হোসেন মিলন, তাফসির মাহফিলের প্রধান ব্যবস্থাপক পরিচালক আনিছুর রহমান, আক্তারুজ্জামান আতা, মিন্টু আলম, মোতালেব হোসেন লেবু, তাফসির সঞ্চালক রঞ্জুরুল ইসলাম রঞ্জু, মোসফিকুর রহমান ও সেলিমুর রহমান সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।