বিজ্ঞাপন দিন

জলঢাকায় আনছার আলী মিন্টুর আগমনে টেংগনমারীতে পথসভা হাজারো মানুষের ঢল

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ গত ৮ ফ্রেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে চার টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে ৮৭ জনকে । ৯ ফ্রেব্রুয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দলের সাধারন সম্পাদক। প্রথম বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিকে মনোনয়ন দিলো দলটি। প্রথম ধাপের মধ্যে নীলফামারীর ৬ টি উপজেলায় ছয়জনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু কে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দিত দলীয় নেতাকর্মীরা সহ সাধারন ভোটার। রবিবার ১০ ফ্রেব্রুয়ারী বিকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দরে আসলে দলীয় নেতাকর্মীরা আনছার আলী মিন্টু কে স্বাগতম জানিয়ে জলঢাকার উদ্দেশ্যে রওনা দেয় । এ সময়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্জ্ব মশিউর রহমান বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।  

সন্ধ্যায় টেংগনমারী বাজারে চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য দেন তিনি। পথসভায় বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, খুটামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খোকা ও উপজেলা মুক্তিযুদ্ধ সৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক বাবু উৎপল ভট্টাচার্য সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।