বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ আবহাওয়ামান কাল থেকে বাঙালির অধ্যষিত জনপদে সার্বজনিন ও অসম্প্রদায়িক এ উৎসবটি পালন করে বাংলা ভাষীরা । বাংলা ভাষার ঐতিহ্যকে ধরে রাখতে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপন হয়ে আসছে। বাঙালি জাতির হারিয়ে যাওয়া সব অতীত ঐতিহ্য ফিরিয়ে এনে বাঙালী আনাতে নীলফামারীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬ । আজ রবিবার পহেলা বৈশাখে নীলফামারী সদর উপজেলাসহ জেলায় সেজে উঠেছে নতুন সাজে। রাস্তা ঘাট স্কুল কলেজ মেতে উঠেছে বাঙ্গালীদের আনন্দ উৎসব। ঢাক, ঢোল, গরুর গাড়ি, গরুর হাল, মাটির থালা বাসন শোভা পেয়েছে দিনটির নানা অনুষ্ঠানে। রং উল্লাস আর নেচে গেয়ে আনুষ্ঠানিকভাবে জেলাবাসী বরণ করছে নতুন বছরকে। জেলা প্রশাসন, ছাড়াও জেলা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল, স্কুল কলেজ, জেলা রিপোর্টাস ইউনিটি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো পহেলা বৈশাখে পান্থা ভাত খাওয়ার আসর বসিয়ে বাঙ্গালী ঐতিহ্য তুলে ধরছেন। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন ও পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, ডিডিএলজি আব্দুল মোত্তালেব, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবতী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের মহিলা সদস্য শিউলি আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুর ইসলাম রিন্টু, জেলা যুব মহিলা লীগের নেত্রী জেসমিন আক্তার সাথী, যুব মহিলা লীগের অন্যতম নেত্রী রত্না সিনহা সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নেতৃত্বে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে সকাল ৯টায় ঢাক ঢোল, ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি, কুলা, ডালি, এবং পালকিতে করে বর-বধু সেজে পহেলা বৈশাখের প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের চম্পাতলী বৈখাখী উৎসবে সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগন সঙ্গীত ও নৃত্যু পরিবেশন করে। সেখানে জেলা প্রশাসনের পক্ষে গণহারে পান্থা উৎসব করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে মড়াল সংঘের আয়োজনে আলিয়া মাদ্রাসা চত্বরে, টাউন ক্লাব,সবুজ ক্রিড়া সংস্থা, সরকারি মহিলা কলেজ,সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খেলা ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিরতীহীনভাবে চলছে। এ ছাড়াও জেলার,ডিমলা,ডোমার,জলঢাকা,সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় বর্নিল আয়োজনে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।