বিজ্ঞাপন দিন

জলঢাকায় সড়কে ধান ও খড় শুকানোর ধুমপরেছে- চলাচলে জনগনের দূর্ভোগ

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় চলছে বোরো ধান কাটা মারাইয়ের মৌসুম আর কৃষক/কৃষানী ধান কাটা মারাই ও খড় শুকানো কাজে ব্যাস্ত সময় পাড় করছে।আর এই মৌসুমে ধানের দাম কম হওয়ায় কৃষকের মাথায় হাত। যে কৃষক মাথারঘাম ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সকলের জন্য যে অন্ন ও ফসল উৎপাদন করে সে উৎপাদিত ফসলের নায্য মূল্য না পাওয়ায় তাদের উৎপাদিত ফসলের খরচ না উঠায় তারা হিমসিম খাচ্ছে শ্রমিকের মজুরি দিতে। অন্যদিকে ধান কাটা ও মারাইয়ের পর তা শুকানোর স্থান সংকুচিত হওয়ার কারনে তারা উপজেলার সকল কাঁচা পাকা সড়কে ধান ও খর শুকানোর ধুম পরেছে কৃষক কৃষানীদের মাঝে।আর এই ধান খর শুকানের কারনে সড়কে চলাচল কারী জনগনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ সাথে গুনতে হচ্ছে বাড়তি অটো ও রিক্সা ভ্যান ভাড়া। বুধবার উপজেলার বিভিন্ন সড়ক ঘুড়ে এ চিত্র পাওয়া যায়।