বিজ্ঞাপন দিন

জলঢাকায় একীভূত শিক্ষা বাস্তবায়নে ৬০ জনকে সন্মাননা প্রদান

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ একীভূত শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালনের জন্য উপজেলা পর্যায়ে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে উপজেলা প্রশাসন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সন্মাননা ক্রেষ্ট বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণী। এসময় বক্তব্যে রাখেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র রংপুর বিভাগীয় ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, আতাউল গণী ওসমানী, হারুন-অর রশীদ, দীলিপ কুমার সরকার, হাবিবুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র এডুকেশন স্পেশালিষ্ট মনজুর আল খালিদ ও ইনক্লুসিভ এডুকেশন স্পেশালিষ্ট সোহেল রানা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার দীপক কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মমিনুর রহমান সাজু। শেষে ডেভেলপিং এ মডেল অফ ইনক্লুসিভ এডুুুকেশন ইন বাাংলাদেশ প্রজেক্টের আওতায় উপজেলায় একীভূত শিক্ষা বাস্তবায়নে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৬০ জনকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।