বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় ডোমার-ডিমলার আহবায়ক কমিটি ঘোষণা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি :নীলফামারী জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুরে জেলা পার্টি অফিস কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ বর্ধিত সভায় ডোমার ও ডিমলা উপজেলার আহবায়ক কমিটির ঘোষণা করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফর ইকবাল সিদ্দিকী। সভাপতিত্ব করেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শাহজাহান আলী চৌধুরীর। জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মাহমুদ হাসান অয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মমিনুর রশিদ সামুন, সদস্য সচিব আব্দুল হান্নান, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক তরিকুল ইসলাম বাবু সহ ছয় উপজেলার নেতৃবৃন্দ । এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব শাহজাহান আলী চৌধুরী ডোমার ও ডিমলা উপজেলা এবং ডোমার পৌর আহবায়ক কমিটি ঘোষণা করেন । ডোমারে আসাদুজ্জামান চয়ন আহবায়ক, (অঃ প্রাঃ) সার্জন তহিদুল ইসলাম সদস্য সচিব, পৌরসভা আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব আশিকুর রহমান সাজু এবং ডিমলা উপজেলার আহবায়ক আব্দুল গফুর সরকার ও হাসানুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি আলহাজ্ব জাফর ইকবাল সিদ্দিকী বলেন, ছয় মাসের মধ্যেই নীলফামারী জেলায় একটি শক্তিশালী কমিটি হবে, আমি আশাকরি। আর এই কমিটি যদি শক্তিশালী হয়, যে কোন নির্বাচনে জয় নিচ্ছিত।