বিজ্ঞাপন দিন

জলঢাকায় ২৪ যুব নারীকে ৬ দিনের কারাতে প্রশিক্ষণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ২৪ জন যুব নারীকে ৬ দিনের কারাতে প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠিত হয়। ইফটিজিং এবং শারীরিক নির্যাতন থেকে আত্বরক্ষার জন্য জলঢাকা ও হাতিবান্দা দুই উপজেলার যৌত উদ্যোগে ওই ২৪ যুব নারীকে ৬দিনব্যাপী প্রশিক্ষকের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক গায়েত্রী রানী। এ উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে কমিউনিটি লার্ণিং সেন্টারে অনুষ্ঠিত কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিশু ও যুব নারীদের সুরক্ষা বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, রংপুর প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট এসএম আব্দুল কাদের, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবেদ আলী, জলঢাকা ইউএসএস জলঢাকা প্রজেক্ট কো - অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেয়েরা আত্বরক্ষায় শক্তিশালী হলে এ অঞ্চলে নারী নির্যাতনের হার কমে যাবে। এর ধারাবাহিকতা চলমান রাখতে প্রতিটি স্কুলে কারাতে প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে ইউএনও'র কাছে দাবি জানান প্রশিক্ষণ প্রাপ্তরা।