বিজ্ঞাপন দিন

ডিমলায় শিশুমেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ “শিশু নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় মঙ্গলবার বিকেলে দুইদিন ব্যাপী শিশুমেলা শেষ হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। জেলা তথ্য অফিসার মামুন-অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রাশেদুজ্জামান, সহকারি তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক আফছার আলী, খতিবর রহমান ও প্রধান শিক্ষক মর্তুজা ওয়াহেদ প্রমুখ। জেলা তথ্য অফিসার মামুন-অর রশীদ জানান শিশুমেলায় ১৫টি প্রাথমিক বিদ্যালয় তাদের স্টলে শিশু উপযোগী বিভিন্ন চিত্র ও শিক্ষা উপকরণ প্রদর্শণ করে। এছাড়া শিশুমেলায় শিশুদের কুইজ, রচনা, আবৃত্তি, জারিগান, নৃত্য, বক্তৃতা, অংক দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় ৫০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। তিনি আরো জানান শিশুমেলায় প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, শিশু ও নারী নির্যাতন রোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, পরিস্কার পরিচ্ছনতা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, টিকাদান প্রভৃতি সামাজিক ইস্যু সম্পর্কে সাধারণ মানুষকে ধারনা দেওয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।