বিজ্ঞাপন দিন

মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ডোমারের উসল বর্মনের জাতীয় শিশু একাডেমি পুরস্কার গ্রহণ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের উপস্থিতিতে সনদ পত্র ও পুরস্কার গ্রহণ করেছেন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা -২০১৯ এ জাতীয় পর্যায়ে বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন “খ” বিভাগে প্রথম স্থান অর্জনকারী নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ও ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র উসল বর্মন । বাংলাদেশ শিশু একাডেমি মিলয়নাতনে গত (১২জুন) বিকাল তিনটায় ওই সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোঃ আনজির লিটন । পরে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে সনদ ও স্বর্নপদক তুলে দেন । বাংলাদেশ শিশু একাডেমি কতৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন “খ” বিভাগে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী উসল বর্মন প্রথম স্থান অধিকার করেন । এর আগে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র উসল বর্মন সংশ্লিষ্ট উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবনে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন । উসল বর্মনের বাবা একজন কৃষক ও মা গৃহিণী ,দুই ভাইয়ের মধ্যে উসল বর্মন ছোট ।তারা ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা । উসল বর্মন জানান,তার অসামান্য অবদানের জন্য বাবা-মা ও স্কুলের শিক্ষকদের অবদান অপরিসীম । ভবিষ্যতে প্রকৌশলী হতে চায় উসল বর্মন এ জন্য সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেন ।