বিজ্ঞাপন দিন

ডোমারে ভ্রাম্যমান আদালতে তিন জুয়ারীকে ৭ দিনের কারাদন্ড

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ জেলার ডোমারে জুয়া খেলার অপরাধে তিন জুয়ারীকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলো,উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে মোঃ জসিয়ার রহমান(৩৫) আব্দুল মজিদের ছেলে মোঃ মহিবুল হক(৪০) ও উত্তর খাটুরিয়া গ্রামের তোফাজ্জ্বল হোসেনের ছেলে মোঃ খায়রুল ইসলাম। স্থানীয়রা জানায়,শনিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া বসুনিয়া পাড়ার এ্যামেচার ক্রিকেট ক্লাবের জানালা ভেঙ্গে ঐ তিন জুয়ারী তাস খেলা অবস্থায় ডোমার থানা পুলিশ তাদের আটক করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান তিনজনের ৭দিনের দন্ডাদেশ প্রদানের বিষয়টি স্বীকার করে বলেন, বসুনিয়া বাজারের একটি ক্লাবে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়েছে। বিকালেই তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।