বিজ্ঞাপন দিন

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে নীলফামারী পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জন প্রতিনিধিদের সন্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন ভাতা চালুর দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ২ দিন ব্যাপী কমসূচী পালন করেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় অবস্থান কর্মসূচী পালন করেছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে জেলার চারটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার আহবায়ক তারিক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এবি এম গোলাম মোস্তফা, বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, নীলফামারী পৌরসভার ইউনিট এর সদস্য সচিব ফরিদ আহমেদ, জলঢাকা পৌরসভার সভাপতি একে এম তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, রউফুল আলম, ডোমার পৌরসভা ইউনিটের সভাপতি মফিজুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক উজ্জল কান্তিদাস ও সৈয়দপুর ইউনিটের সভাপতি আবু তাহের । সারা দেশের ন্যায় গত ১লা জুলাই সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছে নীলফামারী জেলার ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে সাময়িক নাগরিক সেবা প্রদান হতে বিরত থাকে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা ।